ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার সুযোগ রয়েছে। আর পিআর পদ্ধতির নির্বাচনে সব দলের সংসদে যাওয়ার সুযোগ থাকে। তখন জাতীয় সরকার গঠন হবে। এবং দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। এজন্য ইসলামি আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) ভোলার বাংলাদেশ স্কুল মাঠে ইসলামী আন্দোলনের ভোলা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
রেজাউল করিম আরও বলেন, 'বিগত সাড়ে ১৫ বছর যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছিল তাদের পরিচালনায় আমরা লক্ষ করেছি সর্বত্র দলীয় করণ এবং বিশেষ করে ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা বিভিন্ন জায়গায় লোক সেটিং করেছে। সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে, ততক্ষণ পর্যন্ত দেশে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার প্রশ্নই আসেনা। এজন্য আমরা বলেছি যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলো করেই জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক।'
তিনি আরও বলেন, 'গত ৫৩ বছর দেশে নির্বাচনের যে পদ্ধতিটা ছিল এই পদ্ধতিতে যদি আবারও নির্বাচন হয় তো সেখানে দেশের ভিতর সুন্দর কোন পরিবেশ তৈরি হওয়ার মত আমরা নতুন কিছু দেখছি না। কারণ এই পদ্ধতিতে যারা ক্ষমতায় যায় তারা একক ক্ষমতায় যায়। একক ক্ষমতা যাওয়ার পরে তারা ফ্যাসিস্ট হয়। তখন তারা জুলুম নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কষ্ট দেয়। এবং দেশের কল্যাণের চেয়ে বিদেশিদের কল্যাণে অগ্রাধিকার দিয়ে থাকে। এইজন্য আমরা বলছি পিআর সিস্টেমের নির্বাচনের কথা। যা ৯১ টা দেশে প্রচলিত আছে। আর পিআর সিস্টেমের নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। সেখানে সব দলই সংসদে যাওয়ার মত পরিবেশ থাকবে। তখন একটা জাতীয় সরকার তৈরি হবে।'
ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
সম্মেলনে মাওলানা আতাউর রহমান মমতাজিকে সভাপতি, হযরত মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহ-সভাপতি এবং মাওলানা তরিকুল ইসলাম তারেককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ভোলা জেলা কমিটি গঠন করা হয়।