Image description

একুশে বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ময়লা ফেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কেউ তার পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ কঠোর সমালোচনা করেছেন।

এ বিষয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) নিজের অবস্থান স্পষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাখ্যামূলক স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

এদিকে, রোববার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনের ছবি পোস্ট করেন। যেখানে লেখা- নগরবাসী! যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন। উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।