Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারতের চ্যাপ্টার শেষ, আর কোনো দাসত্ব করা যাবে না। আমরা স্বাধীনভাবে চলতে চাই।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ তাহের বলেন, দেশের মানুষ অনেকের ক্ষমতা দেখেছে কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষমতা দেখেনি। মানুষ এখন মুখে মুখে বলছে জামায়াত এবার জয়ী হবে। ৫ আগস্টের মতো একটা মিরাকেল হয়েও যেতে পারে। আমরা ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করবে। জাতীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেন কোনো অপশক্তি এই দেশকে অস্থিতিশীল করতে না পারে।

সম্মেলনে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান আলোচক হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী প্রমুখ।