Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করার থাকলেও সেটি হচ্ছে না।

জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হবে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণা করবে  বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে আলাদা ইশতেহার ঘোষণা করা হবে।