বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহামান বলেন, তারা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্য দিকে মা'য়েদের গায়ে হাত, এভাবেই তারা মা-বোনদের বেইজ্জত করছে। আমরা তা সহ্য করবো না।
শনিবার (৩১ জানুয়ারি) কলাবাগানের গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ জসীম উদ্দীন সরকারের সমর্থনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমাদেরকে অনেকে গুপ্ত বলেন, হ্যা, আমরা জেলে ছিলাম, এটা গুপ্ত হলে আমরা গুপ্ত। হাজারো নির্যাতনেও আমরা দেশ ছেড়ে পালাইনি, নেতাকর্মীদের সাথে দেশেই ছিলাম।
এসময় তিনি হ্যা ভোটের পক্ষে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করেন।
তিনি আরও বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি জনগণের বিজয় চাই। জুলাই শহীদদের পরিবারদের বলতে চাই, আমরা সুযোগ পেলে আপনাদের সন্তানদের হত্যার বিচার করবোই করবো ইনশাআল্লাহ। আমরা তাদের আকাঙ্খা বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, তবে সাবধান থাকবেন, আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, তারা ছোঁ মেরে আপনার ভোট এলোমেলো করতে পারে, কেউ ১২ তারিখ ভোটদানে বাঁধা দিলে ডানা ভেঙে ফেলবেন। আমার ভোট আমি দিবো, তোমার ভোটও আমি দিবো, এই সময় আর নাই। এখন থেকে আমার ভোট আমি দিবো, তোমার ভোট তুমি দাও।
এই সময় তিনি জসীম উদ্দীন সরকারের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং এলাকাবাসীর নিকট দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এম.পি. প্রার্থী জসীম উদ্দীন বলেন- বর্ষাকাল আসলেই গ্রিন রোড পানিতে তলিয়ে যায়, চাঁদাবাজি ও দূর্নীতিতে জরাজীর্ণ এই আসনের ভাগ্য পরিবর্তন করতে কাজ করবো।
এছাড়াও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন অধ্যাপক নূরনবী মানিক, আসন পরিচালক, ঢাকা-১০, সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে জনসভার সমাপ্তি ঘোষণা হয়।