Image description
 

শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপির লোকদের হামলায় শহীদ শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং মরহুমের কবর জিয়ারত করতে যাবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

রোববার সকাল সাড়ে ১০ টায় তিনি শ্রীবর্দীতে শহীদের বাড়িতে যাবেন। শেরপুর ও জামালপুরে দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১ টায় শেরপুর জেলা শহরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির। পরে দুপুর সাড়ে ১২ টায় জামালপুরে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

পরে ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন জামায়াত আমির।