Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দুর্নীতিমুক্ত ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আবারও রুখে দাঁড়াবে।

তিনি আরে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর নিজ দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও লুটপাট ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সেই কারণেই জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ আবার পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আবারও রুখে দাঁড়াবে।

মৌলভীবাজার-৪  (কমলগঞ্জ –শ্রীমঙ্গল) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। এ সময় তিনি রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ মৌলভীবাজার-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এর আগে  রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোডের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদের সভাপতিত্বে এবং মাওলানা সামছুল ইসলাম ও শাহ মিছবাহর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— নায়েবে আমির কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফারুক আহমেদ ও মুফতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।