প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোট প্রচারণার অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, ২৪ তারিখের গণতন্ত্রের মুক্তি কারও দান নয়, এটি আমাদের সন্তানের রক্তের বিনিময়ে অর্জিত। সেই দায়বোধ থেকেই এই সংবিধান বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি আরও বলেন, যদি বিচার বিভাগ স্বাধীন না থাকে, তাহলে বিভিন্নভাবে বিচার ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা থেকে যায়।
তিনি উল্লেখ করেন, কেবল ধর্মের ভিত্তিতে নয়, সব ধর্ম ও ধর্মীয় মানুষের জন্য আলাদা সুরক্ষা সংবিধানে নিশ্চিত করতে হবে। জুলাইয়ে সংবিধান সংশোধন করা হয়েছে মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য। বিদ্যমান সংবিধান থাকলে কেউ আবারো ফ্যাসিস্ট হতে পারে।
অতএব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে। তিনি পাশাপাশি অভিযোগ করেন, গণভোট নিয়ে কিছু পক্ষ অপপ্রচার চালাচ্ছে। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।