কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চকরিয়ার কৈয়ারবিলে এক বিশাল জনসভায় বক্তব্য রেখেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই সভায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ এবং দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। ইনশাআল্লাহ, তাহলেই এদেশের মানুষ প্রকৃত অর্থে দেশের শক্তিকে ফিরে পাবেন।’
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের ভাগ্য উন্নয়ন ও রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাঁদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, ধানের শীষ জয়ী হলে দেশে সুশাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিন সকাল থেকেই চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশন এলাকা ছিল উৎসবমুখর। সালাহউদ্দিন আহমদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। ব্যান্ড দল, স্লোগান আর নাচে-গানে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। নির্বাচনী গণসংযোগের সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো শত শত মানুষ ফুল দিয়ে সালাহউদ্দিন আহমদকে বরণ করে নেন। তিনি স্থানীয় নারী-পুরুষ ও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলির মাধ্যমে মানুষের সান্নিধ্যে আসেন। এই জনসভায় তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই হবে জনগণের প্রকৃত বিজয়।