জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। চাংখারপুল হত্যা মামলার রায়ে প্রকাশ্যে গুলি চালানো এক পুলিশ সদস্যের মাত্র তিন বছরের জেল হওয়ায় তিনি বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর চরম অসন্তোষ উগড়ে দিয়েছেন।
মীর স্নিগ্ধ তাঁর পোস্টে উল্লেখ করেন, যে পুলিশ সদস্যকে প্রকাশ্যে উল্লাস করে ভিডিও গেমের মতো গুলি ছুড়তে দেখা গেছে, তাঁর এমন লঘু দণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আক্ষেপ করে বলেন, যেখানে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল রাষ্ট্রীয় নিপীড়ন ও নির্বিচার হত্যার বিচারের দাবিতে, সেখানে আজ সবাই নির্বাচন আর ভোটের আনন্দে মগ্ন। তাঁর মতে, আনাস, ফাইয়াজ, রিয়া বা মুগ্ধর মতো শহীদরা কোটা সংস্কারের চেয়েও বেশি লড়াই করেছিলেন বিচারহীনতার বিরুদ্ধে। অথচ আজ রাজনীতির ভিড়ে সেই সব মায়ের চোখের জল আর শহীদদের আত্মত্যাগের স্মৃতি ম্লান হয়ে যাচ্ছে।
তিনি বর্তমান সমাজকে বিঁধে বলেন, শহীদ পরিবারের সদস্যদের শোককে উপেক্ষা করে যেভাবে সবাই উৎসবে মেতেছে, তা অত্যন্ত লজ্জাজনক। তিনি প্রশ্ন তোলেন, সন্তানের লাশের মাথায় শেষ চুমু দেওয়া মা কিংবা রক্তমাখা লাশ কাঁধে নেওয়া বন্ধুর চোখে আমরা কীভাবে মুখ দেখাব? সমাজের এই নীরবতাকে ধিক্কার জানিয়ে তিনি সতর্ক করেন যে, আজ যদি আমরা এই অবিচারের বিরুদ্ধে চুপ থাকি, তবে ভবিষ্যতে আমাদের উত্তরসূরিরাও একই সংকটে পড়ার সময় কাউকে পাশে পাবে না। তাঁর এই লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন তুলছে।