ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ভোটের মাঠে লড়তে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন বিএনপি মনোনীত বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এ সময় দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পরে নগরীর সদর রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন সরোয়ার।
দুপুরে নগরীর সদর রোডের আগুরপুর রোড এলাকায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সদর রোডসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। এ সময় দলীয় লিফলেট বিতরণ করা হয়। মুফতি সৈয়দ মুহাস্মাদ ফয়জুল করীম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবার সবাইকে হাতপাথা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচার কার্যক্রম শুরু করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। পরে সেখান থেকে নগরীর সদর রোড ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
এছাড়া জেলার উজিরপুরের সাতলায় গণসংযোগ করেন বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বানারীপাড়ায় গণসংযোগ করেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনে জাসদ মনোনীত মোটরগাড়ি মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল।
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপন ও দলটির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।