Image description
 

আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচারণা শুরু করে বিএনপি। একই ধারাবাহিকতা বজায় রাখছেন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। এর পরদিন দুপুরে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এদিন দুপুরে লাল সবুজ রঙের দুটি বাস সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দের পর এটি হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনি পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।