Image description
 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


বহিষ্কৃত দুই নেতা হলেন—মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা এবং ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ওই দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকেও অপসারণ করা হয়েছে।

 


ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম ফিরোজ। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সম্প্রতি দলে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরোজ বিএনপির প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 


রাজনৈতিক জীবনে ছাত্রদল দিয়ে পথচলা শুরু করা ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন।


বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাস রেখে রাজনীতি করে আসছেন। তাঁর দাবি, স্থানীয় নেতাকর্মীদের চাপে এবং জনগণের প্রত্যাশা থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।


অন্যদিকে, মানিকগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আতাউর রহমান আতা। তিনি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।


আতাউর রহমান আতা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে তাঁর আপত্তির কথা জানিয়ে তিনি বলেন, দল চাইলে তাকে বহিষ্কার করতেই পারে, তবে তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবেন না।

তিনি আরও বলেন, রাজনীতিতে বহিষ্কারই শেষ কথা নয় এবং ভবিষ্যৎ আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।