Image description
 

রমজানের আগেই দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ লক্ষ্যে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, রোজার আগেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা জাতীয় নির্বাচনপূর্ব সময় ও রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন।

তারা আরও জানান, জানুয়ারি ২০২৬ মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে সংকট অনেকটাই কেটে যাবে।

বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন