ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরাসরি অপরাধী আখ্যা দিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করার হুঁশিয়ারি দিয়েছেন।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক কঠোর বার্তায় তিনি খামেনি ও বর্তমান শাসনব্যবস্থাকে ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ী করেন।
জর্ডানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় পাহলভি দাবি করেন, ইরানে গত কয়েক দশকে শিশু ও তরুণসহ ১০ হাজারের বেশি ইরানির মৃত্যুর জন্য খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা দায়ী। তিনি বলেন, এক ফোঁটা রক্তও হিসাবের বাইরে যাবে না এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই দায়মুক্তি পাবে না।
রেজা পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি নেতাদের বিচারের উদাহরণ টেনে বলেন, খামেনি ও তার সহযোগীদেরও ইরানি জাতির আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এই ক্ষেত্রে কোনো ক্ষমা কিংবা পিছু হটার সুযোগ থাকবে না।
ইরানের জনগণের উদ্দেশে পাহলভি বলেন, তারা একা নন। তিনি নিহতদের স্মরণে শোকাহত হলেও জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার দাবি, গণপ্রতিরোধ ইতোমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়ে বর্তমান শাসনব্যবস্থা ভাঙনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করেছে।
তিনি বলেন, ভয়ের রাজনীতি দিয়ে আর দেশ শাসন করা সম্ভব নয় এবং জাতীয় ঐক্য ও সাহসই হবে পরিবর্তনের মূল শক্তি।
রেজা পাহলভি সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার ভাষ্য, আসন্ন আন্দোলন আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও দৃঢ় হবে। তিনি তেহরানসহ পুরো ইরান পুনর্দখলের কথা উল্লেখ করেন।
তিনি এই আন্দোলনকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের নাম ইতিহাস ও সামষ্টিক স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। একই সঙ্গে তিনি মুক্ত ইরানের উদযাপনের দিন খুব দূরে নয় বলে প্রত্যয় ব্যক্ত করেন।