আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রার্থীদের নিয়ে ভোটের প্রচারে ব্যস্ত।
এক্ষেত্রে বিপরীত অবস্থানে অরাজনৈতিক ধর্মীয় বৃহত্তর সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির বহু নেতা সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পক্ষে নির্বাচনের প্রার্থী হওয়ায় তাদের অনুসারীরাও স্বস্ব দলের পক্ষেই কাজ করছেন। আবার প্রার্থী না হলেও হেফাজতের আমির ও মহাসচিবসহ অনেকেই একটি পক্ষ-বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন।
কেউ কেউ আবার তাদের অপছন্দের দল বা জোটের বিরোধিতাও করছেন। সব মিলিয়ে আসন্ন নির্বাচন ইস্যুতে অন্তত চার ধারায় বিভক্ত হয়ে পড়েছেন দেশের আলোচিত এই সংগঠনের নেতাকর্মীরা। কওমি অঙ্গনের এই দ্বিধা-বিভক্ত অবস্থান নিয়ে সংশ্লিষ্ট মহলে বেশ অস্বস্থি ও জটিলতাও দেখা দিচ্ছে বলে জানা গেছে।
সূত্র মতে, দেশে ইসলামবিরোধী 