Image description
 

রাজবাড়ী সদর উপজেলায় করিম ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার বিএনপির সাবেক নেতা আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

 

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে তাদের তোলা হলে বিচারক মো. হাসান এই নির্দেশ দেন। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রিপন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহা পাড়ার পবিত্র সাহার ছেলে।

শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় গাড়িচাপা দিয়ে রিপন সাহাকে হত্যা করা হয়। 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান যুগান্তরকে বলেন, সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়ি জব্দসহ মালিক আবুল হাসেম সুজন ও গাড়িচালক কামাল হোসেনকে সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আবুল হাসেম বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। 

এদিকে সরেজমিন শনিবার সকালে খানখানাপুর ইউনিয়নে রিপনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বারান্দায় বাবা পবিত্র সাহা ও মা শিল্পী সাহাসহ বড় বোন কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। বাড়ির একমাত্র কর্মজীবী ছেলে রিপন সাহাকে হারিয়ে তারা পাগলপ্রায়। পরিবারের দাবি, যারা তাদের ছেলেকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে তাদের কঠিনতম বিচার চাই।