Image description
 

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যালয়ের পাশে একটি গুলির ঘটনা ঘটেছে। তবে বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনাটিকে এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১৭ আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে হামলা হিসেবে প্রচার করা হলেও, দলটির পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপি এই বিভ্রান্তি দূর করে প্রকৃত ঘটনা ব্যাখ্যা করেছে।

 

এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানিয়েছেন, মঙ্গলবার বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের একটি সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছিল। এটি কোনোভাবেই নির্বাচনী কার্যালয় বা নাহিদ ইসলামের ব্যক্তিগত অফিস নয়। দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে তারা মনে করছেন। মূলত স্থানীয় কোনো বিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংগঠনিক অফিসের পাশে গুলি চললেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন ও গণভোটের আগে এ ধরণের সহিংসতা নিয়ে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

 

এনসিপি নেতৃবৃন্দ জনগণকে কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তারা স্পষ্ট করেছেন যে, নির্বাচনী প্রচারণা সুশৃঙ্খলভাবে চলছে এবং গতকালের এই বিচ্ছিন্ন ঘটনার সাথে তাদের নির্বাচনী কর্মকাণ্ডের সরাসরি কোনো যোগসূত্র নেই।