Image description

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বেশকিছুদিন যাবত তিনি ভুগছেন টনসিল ও গলার সংক্রামণে। এমনকি কথা বলতেও হচ্ছে তার সমস্যা। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এমনটিই জানান এই সুন্দরী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফারিয়া তার প্রকাশিত পোস্টে লিখেছেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি থেকেই তার অসুস্থতা শুরু হয়। সেদিনই তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে প্রয়োজনের তাগিদে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এ কারণে পূর্বনির্ধারিত কয়েকটি কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

 

তিনি আরও লিখেছেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

 

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা আর দোয়ায় ভরে উঠেছে। কেউ সমবেদনা জানাচ্ছেন, কেউ আবার দ্রুত সুস্থ হয়ে পর্দায় ফেরার আশাবাদ ব্যক্ত করছেন। ভক্তদের এই ভালোবাসা আর সমর্থনই যেন কঠিন সময়েও অভিনেত্রীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।