Image description
উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধী ঐক্যের অঙ্গীকার 
#পাবনা_৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাবনা-৪ আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এবং পাবনা জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ডক্টর আব্দুল মজিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়াস্থ অধ্যাপক আবু তালেব মন্ডলের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির পাবনা জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার সম্পাদক নুরুদ্দিন শফি কাজল, পাবনা জেলা কমিটির সদস্য শাকিফ আহমেদ, জাতীয় যুব শক্তির পাবনা জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. মহিদুল ইসলাম রাকিব, আটঘরিয়া উপজেলা সংগঠক ইউসুফ হাসান, ঈশ্বরদী উপজেলার প্রস্তাবিত কমিটির সদস্য মৃদুল দেওয়ান শান্ত, নাগরিক কমিটির সদস্য আসাদুল ইসলাম জুবায়ের, মাহমুদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “ঈশ্বরদী–আটঘরিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, বেকারত্ব ও অনিয়মের শিকার। আমরা চাই একটি মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ, যেখানে তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং নারীরা নিরাপদ পরিবেশে চলাফেরা করতে পারবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃষি ও শিল্পকে একসঙ্গে এগিয়ে নিতে পারলে ঈশ্বরদী–আটঘরিয়া হবে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ অঞ্চল।”
রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আমরা যদি মতপার্থক্য ভুলে দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তবে আধিপত্যবাদবিরোধী জোট বিপুল ভোটে বিজয়ী হবে—ইনশাআল্লাহ।”
এ সময় এনসিপির ডক্টর এম এ মজিদ বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সঙ্গে আমরা সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত।ঈশ্বরদী–আটঘরিয়ার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই আমাদের লক্ষ্য।”
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও গণমুখী রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে।
ওহিদুল ইসলাম সোহেল
ঈশ্বরদী (পাবনা)