Image description

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, প্রার্থিতা প্রত্যাহারের পর বোঝা যাবে দশ দলের জোট আছে কি নেই। প্রত্যাহারের আগ পর্যন্ত আমাদের আলোচনা অব্যহত থাকবে। এখনই জোটগত নির্বাচন নিয়ে বলার কিছু নেই। জোটগত নির্বাচনের সুযোগ এখনো রয়েছে। ২৯ ডিসেম্বরের আগ পর্যন্ত যা ফয়সালা হয়েছে, তার ভিত্তিতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের নির্বাচনী পরিবেশ আরও উন্নত করতে হবে। এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হয়নি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসেনি। আশা করি সরকার ও নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নেবে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি। ভোটাররা যেন নিজেদের ভোট দেওয়ার সুযোগ পায়, সেই পরিবেশ নিশ্চিত করা না গেলে নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য হবে না। আশা করি নির্বাচন আসতে আসতে পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি মজলুম, ১৪ বছর কারাগারে ছিলাম ৩টি ফাঁসির দণ্ড নিয়ে। চব্বিশের দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমার মুক্তির পথ সুগম হয়। রংপুর-২ আসনে দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। আজ আমার মনোনয়ন বৈধ হয়েছে। আমি রংপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এখানকার শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবো। এছাড়া দুই উপজেলার যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে নষ্ট করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমি কাজ করবো।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীসহ জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।