ইন্দোনেশিয়ার ঢাকাস্থ দূতাবাস ঘোষণা দিয়েছে, রবিবার (৪ জানুয়ারি) থেকে ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হবে। এই সিদ্ধান্তের ফলে ঢাকায় ইন্দোনেশিয়ান দূতাবাসে সরাসরি (ওয়াক-ইন) ভিসা আবেদন আর গ্রহণ করা হবে না।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও সহজ করার জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। ভিসা আবেদনকারীদের indonesiavisa-dhaka.org ওয়েবসাইটের মাধ্যমে আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
এই ওয়েবসাইটে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ) দেখতে পারবেন। ইতোমধ্যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে এবং আবেদনকারীরা নিজেদের সুবিধামতো তারিখ নির্ধারণ করতে পারবেন।
পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী হবে
দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, নতুন ব্যবস্থার কারণে ঢাকায় সরাসরি গিয়ে ভিসা আবেদন (ওয়াক-ইন) স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।