Image description

নতুন বছরের শুরুটা ভালো হবে এমন চাওয়াই থাকে সবার। তবে অনেকের সুদিনে ২০২৬ সাল শুরু হলেও এনজো মারেসকার কপালে জোটেনি। বছরের প্রথম দিনই যে কপাল পুড়েছে তার।

চেলসির সঙ্গে মারেসকার ছাড়াছাড়ি হয়েছে আজ।

চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকলেও দায়িত্ব নেওয়ার দ্বিতীয় মৌসুমের মাঝপথে চাকরি ছাড়লেন ইতালিয়ান কোচ। অথচ ২০২৪ সালে মরিসিও পচেত্তিনোর বিদায়ের পর চেলসিকে উয়েফা কনফারেন্স লিগ জেতান তিনি। সঙ্গে গত জুলাইয়ে দলকে ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন করেন ৪৫ বছর বয়সী কোচ। তার মেয়াদে ৯২ ম্যাচ খেলে ৫৫ জয় পেয়েছে চেলসি।

চেলসির সঙ্গে মারেসকার সম্পর্ক শেষ হওয়ার গুঞ্জন অবশ্য কিছুদিন ধরেই চলছিল। গত মাসে এভারটনকে ২-০ গোলে হারানোর পরও তিনি জানিয়েছিলেন ‘সবচেয়ে বাজে ৪৮ ঘণ্টা’ কাটিয়েছেন তিনি। কী কারণে বলেছিলেন তা অবশ্য খোলাসা করেননি। তারপর থেকেই ক্লাবের সঙ্গে কোচের সম্পর্কের অবনতি হতে থাকে। চূড়ান্ত রূপটা আজ দেখা গেল।
মারেসকার বিদায়ের সময় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে চেলসি। তবে শীর্ষে থাকা আর্সেনালের (৪৫) চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার্যত শেষ। তাই বিদায় বেলা মারেসকাকে ধন্যবাদ জানিয়েছে পুরনো ট্রফি জয়ের স্মৃতি তুলে ধরে চেলসি লিখেছে, ‘এনজোর মেয়াদে উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি। ক্লাবের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে অর্জনগুলো।