Image description
 

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে পাঁচ ঘণ্টা ধরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৭ ডিসেম্বরে) রাত পৌনে ৯টা পর্যন্ত এই পথে রেল চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, রেলপথ অবরোধ করার কারণে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগর এলাকায় আটকে আছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রেলওয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে রেললাইন থেকে সরাতে চেষ্টা করছেন। দ্রুতই এই পথে রেল চলাচল স্বাভাবিক হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে গফরগাঁও আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা দলের সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে আসেন। বিকেলে পৌর শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়।

বিকেল ৪টার দিকে শতাধিক নেতাকর্মী গফরগাঁও রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা স্টেশনমাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর রেললাইনের ওপর টায়ার ও গাছের টুকরা এনে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বক্তব্য জানতে আক্তারুজ্জামান বাচ্চুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলও তিনি রিসিভ করেননি।

 

তবে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা মুশফিকুর রহমান বলেন, অযোগ্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছেন। তারা সড়কসহ রেলপথে বিক্ষুব্ধ করছেন।

অপর মনোনয়নবঞ্চিত নেতা সিদ্দিকুর রহমান বলেন, আমি বর্তমানে ঢাকায় রয়েছি। বিক্ষোভে আমার লোকজন থাকতে পারে। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোটেই ঠিক হয়নি।