Image description

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে জোটসঙ্গীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বুধবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’—এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় বুধবার দুপুরে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ করেন তার সমর্থকরা।