Image description

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে হামীম মোল্লা (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হামীম মোল্লা উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চোরখালি গ্রামে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফের অবমাননা করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করে ধাওয়া দিলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে বুধবার সকালে স্থানীয়রা তাকে খুঁজে পেয়ে মারধরের চেষ্টা করলে তিনি বড়দিয়া বাজারের এক ব্যবসায়ীর দোকানে আশ্রয় নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে হামীম মোল্লা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।