Image description

ফেনীর পরশুরামে নির্যাতন, সম্পত্তি আত্মসাৎ ও মারধরের অভিযোগ এনে ছেলে মোহাম্মদ আবু তাহেরের (৪০) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি)-র করেছেন মা জাহানারা বেগম (৬৫)। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক সম্মেলনের মাধ্যমে নিজ সন্তানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বৃদ্ধা মা ও তার তিন বোন। তিনি গত ১৩ ডিসেম্বর পরশুরাম মডেল থানায় তিনি এই ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম বলেন, ২০০৮ সালে আমার স্বামীর মৃত্যুর পর বিভিন্ন সময় মেজ ছেলে মোহাম্মদ আবু তাহের নানাভাবে তার ভাইবোনদের পৈতৃক সূত্রে প্রাপ্ত বাড়ির জায়গা আত্মসাৎ করার অপচেষ্টা চালিয়ে আসছিল।

তারই সূত্র ধরে একাধিকবার সে আমার কাছ থেকে দলিলটি নেওয়ার চেষ্টা করে এবং অন্য ভাইবোনদের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়ায় লিপ্ত হয়। আমার চার ছেলে ও সাত মেয়ের সম্পত্তি আত্মসাতের বিষয়টি নিয়ে বিরোধিতা করায় গত নভেম্বর মাসে ছোট ছেলে শাহাদাত হোসেনকে প্রথমে সে মৌখিকভাবে হুমকি দেয় এবং পরশুরামে এলে তাকে সে দেখে নেবে বলে। এ ছাড়াও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমেও নানা অপপ্রচার ও হুমকি দিয়ে যাচ্ছে।

দুঃখ প্রকাশ করে জাহানারা বেগম বলেন, আমার অন্য সন্তানদের নিয়ে আমি কিছু বললে আবু তাহের প্রায়ই আমাকে গালিগালাজ করে ও মারধরের জন্য তেড়ে আসে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আমি বা আমার কোনও সন্তানের ওপর কোনও ধরনের আঘাত এলে মোহাম্মদ আবু তাহের ও তার সাঙ্গপাঙ্গরা সম্পূর্ণ দায়ী থাকবে। আমি আমার সব সন্তানদের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।

অভিযুক্ত মোহাম্মদ আবু তাহের পরশুরাম পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর বাউরখুমা (বিলোনিয়া) বাঘা মসজিদের ইমাম ও নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরশুরাম শাখার সেক্রেটারি।
জাহানারা বেগম স্থানীয় বিলোনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও মসজিদের খতিব মরহুম মাওলানা আবদুল জলিলের স্ত্রী।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান।