গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে লোকসংখ্যা বেশি দেখাতে টাকার বিনিময়ে ভাড়াটে নারী এনে বিজয় র্যালি করেছে জাতীয় পার্টি (জাপা)। পরে জাপা কার্যালয়ে র্যালিতে অংশ নেওয়াদের সঙ্গে টাকা নিয়ে বিতর্কে জড়িয়েছেন এক নেতা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন করতে উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের মতো উপজেলা জাতীয় পার্টিও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আয়োজন করে বিজয় র্যালির। বেলা পৌনে ১২টার দিকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। পরে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২টার দিকে র্যালিতে অংশগ্রহণকারীদের সঙ্গে এক জাপা নেতার টাকা ভাগাভাগি নিয়ে বিতর্কের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, আরও এক হাজার টাকার দাবি করছেন কেউ। তার উত্তরে ওই নেতা বলছেন, আমি বলছিলাম, মহিলা ৬০ জন দিবেন ৬ হাজার টাকা দেব। কিন্তু ৬০ জন পাচ্ছি না, আমরা ৫ হাজার দিতে চাইলাম তাদের। এতে হইচই করতে দেখা যায়, র্যালিতে অংশ নেওয়া নারীদের। আর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
এ বিষয়ে জানতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য জানা সম্ভব হয়নি।