Image description

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফেরার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত ছাত্রলীগ কর্মী শেখ ইমন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু আগে জাতীয় স্মৃতিসৌধে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৬-১৭ জন নেতাকর্মী। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর এবং সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় শেখ শিমনকে আটক করা হলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আটককৃতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, ‘আটক ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’