Image description

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত লন্ডনে নেওয়া হচ্ছে। তাকে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে দেখা যায় তা‌কে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ দিনেই তিনি খালেদা জিয়াকে নিয়ে আবার লন্ডন ফেরত যাবেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানবাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানবাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিমানবন্দরে ডা. জোবাইদা রহমানকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান।

শায়রুল কবির খান বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি এসে পৌঁছবেন বলে আশা করছি। এরপর জুবাইদা রহমান হাসপাতালে যাবেন। সেখান থেকে বেগম খালেদা জিয়াসহ অন্যান্য যাত্রীরা বিমানবন্দর যাবেন। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাবেন।’

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।