Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, হাসপাতাল এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষ যাতে অহেতুক ভিড় না করে।

জানা গেছে, দেশের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে  বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত চিকিৎসা বোর্ডের সব চিকিৎসক সেখানে উপস্থিত থেকে তার শারীরিক উন্নতির জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। এছাড়াও হাসপাতালে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা টিমের সদস্য অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন। 

এছাড়াও লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত থেকে পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ নিচ্ছেন। তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানা গেছে।

গেল রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় তার বুকে ‘সংক্রমণ’ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘গত কয়েক মাস ধরেই উনি (খালেদা জিয়া) খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে (এভারকেয়ার হাসপাতালে) ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে, উনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার বুকে সংক্রমণ হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু উনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। উনার হার্টে স্থায়ী পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্টিং (রিং পরানো) করা হয়েছিল, রিং পড়ানো হয়েছিল। হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়াতে উনার খুব শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছিল। সে জন্য এখানে আমরা খুব দ্রুত উনাকে নিয়ে এসেছি।’

এদিকে, শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশনেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। 

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, ‘ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছে। গতকাল রাতে আমি প্রায় ২টার সময়ে ফিরেছি হাসপাতাল থেকে। তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। আমি অনুরোধ করব আপনারা আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন, দেশবাসীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে।’

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশে মসজিদে মসজিদে জুমার পর দোয়া মাহফিল হয়েছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।