রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার সার্বিক কল্যাণের জন্য দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে, হাসপাতাল থেকে বেরিয়ে শাইরুল কবির খান জানান, বেগম জিয়াকে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে এক পোস্টে আসিফ নজরুল লেখেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।