ফরিদপুরের ভাঙ্গায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাভলু মুন্সীসহ বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করেছেন।
তাদের স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, অনেক মানুষ আছে এই এলাকায়, যারা আওয়ামী লীগ করেন। তাদের সকলকে তো আমি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারব না। দেওয়া যাবে? সব মানুষ কি অন্যায় করেছে? যারা অন্যায় করেছে, তারা কেউ কেউ পালিয়ে গেছে, আবার কেউ কেউ গর্তে লুকিয়ে আছে।
মঙ্গলবার বিকালে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ভাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপিতে যোগদান সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মিঠু মুন্সীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হক মিরু মুন্সী ও লাবলু মুন্সী প্রমুখ।
এসময় পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘অনেক উন্নয়নের গল্প শুনেছি। বিগত ১৭ বছরে এ এলাকায় কোনো উন্নয়ন হয়নি। গোপালগঞ্জে বিভাগ করতে পারেন নাই, সেজন্য ফরিদপুরেও বিভাগ দেন নাই। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ হবেই।’
‘দেশে এমন কোনো পুরনো জেলা খুঁজে পাবেন না, যেখানে বিশ্ববিদ্যালয় নেই। এমনকি গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু ফরিদপুরে বিশ্ববিদ্যালয় হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ভাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা’ হবে বলেও উল্লেখ করেন তিনি।