রাজশাহীর তানোরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিলে বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সাধারণ পথচারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় (২৫ নভেম্বর) তানোর পৌরসভা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাস্তার সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিআরডিবির একটি মাইক্রো ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও দলীয় নেতাকর্মী সূত্র জানায়, রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও বিএনপির মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টাধাওয়ার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন। তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক।
মঙ্গলবার সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা ডাক বাংলো মাঠ থেকে মশাল মিছিল নিয়ে নিয়ে পৌর সভার সামনে আসলে শরিফ উদ্দিনের সমর্থকরা বাধা দেয়।
তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (তারেক পক্ষের) আতিকুর রহমান আতিক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করলে হঠাৎ আমাদের মিছিলে বাধা দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। আমাদের পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।’
তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ‘আমরা সবাই ধানের শীতের পক্ষের লোক। কেন্দ্র থেকে শরীফ সাহেবের নাম ঘোষণা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
এলাকায় এখন শান্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।