Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি নেতা ধানের শীষের বদলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা তুলে নিয়েছেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পরিবর্তন করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীকে মনোনীত করা হয়েছে। 

 

রবিবার (২৩ নভেম্বর) ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে দৌলতুজ্জামান আনসারীর হাতে হাতপাখা তুলে দেওয়া হয়। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম তার হাতে হাতপাখা তুলে দেন।

 

বিএনপি নেতা দৌলতুজ্জামান আনসারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরআগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেন। পরে গত বুধবার (১৯ নভেম্বর) তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

 

ইসলামী আন্দোলনে যোগদানকারী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর হাতে আনুষ্ঠানিকভাবে হাতপাখা তুলে দেওয়া হয়েছে।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পূর্বঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে অনেকদিন থেকে হাতপাখার গণসংযোগ, পথসভা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পূর্বঘোষিত এমপি প্রার্থী মুফতি জাহিদুল ইসলাম। তবে মাঠ পর্যায়ের জরিপ, তৃণমূলের মতামত এবং কেন্দ্রীয় পর্যায়ের মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, মাঠের বাস্তব চিত্র, জরিপ রিপোর্ট ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনা করে কেন্দ্র নতুন সিদ্ধান্ত নিয়েছে। ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর হাতে হাতপাখার প্রতীক তুলে দেওয়া হয়েছে। ইসলামী ঐক্যজোটের এ আসনে তিনিই (আনসারী) প্রার্থী হবেন বলে আমরা মনে করছি।

এ নিয়ে পূর্বের প্রার্থী মুফতি জাহিদুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তই সর্বোচ্চ। আমি শুরু থেকে হাতপাখার পক্ষে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি দলের জন্যই কাজ করি।

এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী বলেন, ‘আমাকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাকে আল্লাহ নির্বাচিত করলে আমি জনগণের জন্য ভালো কিছুই করবো। খারাপ কিছু নয় বলে জানিয়েছেন তিনি।’

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর বাড়ি জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার বাসিন্দা। তিনি একসময় জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবেও কাজ করেছেন।