পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে জোর করে দুটি গরু নিয়ে যান একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা। ঘটনাটি জানাতে ক্ষতিগ্রস্ত কৃষক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ করেন।
সন্ধ্যায় পঞ্চায়েত বাজারে ইউপি চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য এবং স্থানীয়দের উপস্থিতিতে এক বৈঠকে জলিল প্যাদা দাবি করেন—বারেকের ছেলে আমিনুলের কাছে তার ভাইয়ের পাওনা টাকা রয়েছে, তাই ওই টাকা আদায়ের জন্য গরু দুটি নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান।
তবে কৃষক বারেক মজুমদার বলেন, আমার ছেলে ঢাকায় থাকে। তার কারও সঙ্গে টাকার লেনদেন আছে কিনা আমার জানা নেই। আমাকে দুর্বল ভেবে ছেলের ওপর পাওনার অভিযোগ তুলে আমার গরু নিয়ে গেছে।
অভিযুক্ত জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার ছেলের কাছে টাকা পাই, তাই পাওনা আদায় করতেই গরু নিয়েছি।
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বিষয়টি নিয়ে বৈঠক করা হয়েছে। জলিল প্যাদা টাকার দাবি করলেও কোনো ডকুমেন্ট বা প্রমাণ দেখাতে পারেনি।
ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভুক্তভোগী কৃষক গরু ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।
শীর্ষনিউজ