Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় নির্বাচনে ঢাকা ১২ সংসদ সদস্য প্রার্থী মুনতাসির মাহমুদ বলেছেন, একটু চুপ আছি। কষ্ট হচ্ছে, মেনে নিয়েছি। অনেক দিন পর ৫ ঘণ্টা ঘুমালাম। খুব মজা করে পরোটা-ডাল খেলাম। ধৈর্য ধরে আছি। আমার কোনো ব্যাকআপ নেই, কেউ নেই সাথে। জামাত-শিবিরের পক্ষে পোস্ট দেখে ভাবতে পারেন, সেদিক থেকে সমর্থন পাচ্ছি।’

‘আমি নিশ্চিত করছি, জামাত শিবির থেকেও আমি কোনও সাপোর্ট পাচ্ছি না’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘জামাত সাপোর্ট দিলে রেড ক্রিসেন্টে আমার এই অবস্থা হতো না, তাদের সাহায্য আমি চেয়েছিলাম।’ উপদেষ্টা মাহফুজ ও এনসিপি নেতাদের দুর্নীতি ফাঁস করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আজ শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা।

মুনতাসির মাহমুদ বলেন, ‘সময় নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করব আমি। যা আমি বলি, তা আমি করি। প্রমাণের অভাব নেই, কিন্ত এগুলা গুছিয়ে আনা লাগে। আমার কোনো টিম নেই, ভিডিও আমি করি, এডিটও আমি করি। লাইভ করি, ইউটিউবে আপলোড করি, সেটার থাম্বনেইলও আমাকে বানাতে হয়। আমার দুর্নীতির টাকা নেই।’ 

‘নিরাপত্তা নেই, একাধিক উপদেষ্টা আমার বিরুদ্ধে সরাসরি কাজ করছেন’ এমন মন্তব্য করে ‍তিনি বলেন, ‘সুযোগ পাইলেই আমার ক্ষতি করবে। আমার ফেসবুক সর্বোচ্চ রেস্ট্রিকটেড করে রাখা হয়েছে। যেখানে সেদিন ৭০০০ লোক একসাথে লাইভ দেখেছে, সেখানে এখন ৫০ জনও একসাথে লাইভ দেখে না। এটা ক্ষমতার অপব্যবহার। 

তিনি বলেন, ‘আমি হতাশ নই, তবে বেশ কষ্টে আছি। মেনে নিয়েছি, আমি জানি, আমি জিতব, এটা আল্লাহর ওয়াদা। যারা আমাকে এ সংক্রান্ত কাজ গুলাতে সহযোগিতা করতে পারবেন, তারা যোগাযোগ কইরেন। দয়া করে কেউ হাই হ্যালো কইরেন না, যথাযথ কারণসহ মেসেজ দিয়েন। আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভালো একটা মাইক্রোফোন কিনতে চাই, অভিজ্ঞরা সাজেস্ট কইরেন।’

মুনতাসির মাহমুদ বলেন, ‘যারা নির্বাচনী ব্যানার ফেস্টুনের কাজে সহযোগিতা করতে চান, কইরেন। টাকার অভাবে কাজটা শেষ করতে পারছি না! সর্বোপরি, আমার জন্য দোয়া কইরেন। সততা এবং দুর্নীতি ছাড়াও রাজনীতি হয়, সেটা আমি দেখিয়ে দেব। এত এত ঘৃণার ভীড়েও কিছু মানুষ আমাকে ভালোবাসেন, আমি জানি। আমিও তাদের ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ।’ 

পোস্টের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন মুনতাসির মাহমুদ। এতে কারও সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘কুইজ: কে কল দিল, কার সাথে কথা বলছি?’