Image description

টেস্ট ক্রিকেটে দেশের হয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে চূড়ায় নাম লেখালেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে আগের দিনই তিনি সাকিব আল হাসানের পাশে বসেছিলেন। দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট তুলে নিয়ে তিনি ছাড়িয়ে গেলেন সাকিবকে।

 

৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা আয়ারল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে আঘাত হানেন তাইজুল। ভেতরে ঢোকা বলে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে তাইজুল তার ২৪৭তম উইকেটটি শিকার করেন। এর আগে সাকিব আল হাসানের ২৪৬ উইকেট পেছনে ফেলে তাইজুল এখন এককভাবে টেস্টে বাংলাদেশের সফলতম বোলার।

পরের ওভারেই তাইজুল তার দ্বিতীয় উইকেটের দেখা পান। পল স্টার্লিংকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। এর ফলে ৫০৯ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ড শুরুতেই ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে।

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তোলার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। বিশাল পুঁজি নিয়ে এখন তাইজুল ইসলামের নেতৃত্বে বোলাররা ম্যাচ জেতার কাজ সারছেন।

২০১৪ সালে টেস্টে অভিষেক হওয়ার পর তাইজুল ইসলাম শুরু থেকেই আলো ছড়িয়ে দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন। বিশেষ করে দেশের মাটিতে যেকোনো টেস্টে তিনিই এখন বাংলাদেশের মূল স্পিন অস্ত্র। ৫৭ টেস্ট খেলে ৩১.০২ গড়ে উইকেট শিকার করে তাইজুল এই রেকর্ডটি নিজের নামে করলেন।