কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান (বীর মুক্তিযোদ্ধা) বলেছেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আমি সেই দল করি। আমি যে দলটা করি, সেটা হলো মুক্তিযোদ্ধার দল।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, আমি নাকি সত্যিকারের মুসলমান না, ধর্মকে নাকি গালাগাল করি।
জামায়াত তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমার বিরোধ ছিল না। কিন্তু ৫ আগস্টের পরে জামায়াতে ইসলামী বলছে ‘আমরা কি শুধু গণতন্ত্রের জন্য হাসিনাকে যুদ্ধ কইরা নামাইছি নির্বাচনের জন্য। আমরা নতুনভাবে রাষ্ট্র করব।
রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান ও সোমেশ কুমার গোপ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য দেন।