Image description

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে বাসার দেওয়াল চাপায় পাকুন্দিয়ার বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো দুইজন আহত হয়েছেন। আজ ‎শুক্রবার (২১নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল (৪০) তিনি। এর আগে সকাল ১০ টা ৩৮ এ ভূমিকম্পের দেয়াল ধসে তার ছেলে হাফেজ মো. ওমরের (১০) মৃত্যু হয়।

এ ঘটনায় আহতরা হলেন নিহত দেলোয়ারের হোসেনের মেয়ে ঊষা (১৭) ও তুৎফা (১৪)। তারা সবাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। উজ্জ্বল মিয়া চাকরির সুবাদে নরসিংদীতে স্বপরিবারে বসবাস করতেন। 

‎নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন নরসিংদীতে একটি জুট মিলে চাকরি করেন। দুই-তিন বছর আগে পরিবারের সদস্যদের তিনি সেখানে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ছিলেন তিনি।

ভূমিকম্প শুরু হলে দৌড়ে বাসা থেকে বের হওয়ার সময় বাসার নির্মানাধীন তিনতলা ইউনিটের একটি দেওয়াল ধসে পড়ে তাদের ওপর। এতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন উজ্জ্বল, ছেলে মো. ওমর, মেয়ে ঊষা ও তুৎফা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষনা করেন। দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মেয়ে ঊষা ও তুৎফা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

‎নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বলের চাচাতো ভাই উপজেলার হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একই পরিবারের দুইজনের মৃত্যু ও দুইজনের আহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতের আত্মার মাগফেরাত কামনা করছি