জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি পরিষ্কার জানিয়েছেন, জামায়াত ইসলামের মনোনয়নে ঢাকার কোনো আসন থেকে নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন না।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয়েছিল, আজহারিকে জামায়াত মনোনয়ন দিয়েছে। পরে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সেই খবরকে গুজব ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে আজহারি বলেন, “মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তথ্য শেয়ার করার আগে যাচাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ।”
তিনি কমেন্টবক্সে আরও লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে সত্যতা যাচাই করা জরুরি। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ।
আজহারি সব মুসলিমকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখেই শেয়ার করা উচিত নয়। যাচাই করা ছাড়া কোনো তথ্য ছড়ানো গুনাহের কাজ।