বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, যারা দেশটাকে পূর্ব পাকিস্তান বানানোর চক্রান্ত করছে, তারা এই দেশে রাজনীতি করতে পারবে না। সেটা যে-ই হোক। এটা পূর্ব পাকিস্তান হবে না। এটা মুক্তিযুদ্ধের পরের স্বাধীন বাংলাদেশ।
সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এই বিএনপি নেতা বলেন, ‘ভোটে আমার দল যদি দায়িত্ব দেয় তাহলে দেখে নেব।’
ডাকসু নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফজলুর রহমান যোগ করেন, ‘ডাকসু নির্বাচন করাই তো ঠিক হয় নাই। ডাকসুতে একটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে। সব ষড়যন্ত্রকারীরা ঢাবির প্রশাসনে বসে আছে।’
জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দলীয় পদ স্থগিত হওয়া এই নেতা অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়েও ক্ষোভ জানান। বলেন, ‘খুব তো বলেছিল যে আমরা সংস্কার করবো। কী সংস্কার করল? চক্রান্তকারীরা গত ১৪ মাস যাবত দেশটাকে পাকিস্তান বানাতে চাইল।’
দেশের অন্যতম দুই রাজনৈতিক দল জামায়াত ও এনসিপিও ফজলুর রহমানের নিশানায় পড়ে। এই দুই দল নিয়ে তার প্রতিক্রিয়া, ‘জামায়াত গণতন্ত্রকে হত্যা করছে। দেশের মানুষকে চক্রান্ত করে সাম্প্রদায়িকতা এবং জঙ্গীবাদের দিকে ধাবিত করছে। এখনকার ছেলেদের সাহসের অভাব নাই কিন্তু প্রতিবেলায় এদের চিন্তাচেতনার পরিবর্তন হয়।’