জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর।
সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মাবরুর বলেন, ‘এই নভেম্বর মাসের ২১ তারিখ দিবাগত রাতেই আমার বাবাকে ফাঁসি কার্যকর করার মাধ্যমে হত্যা করেছিল শেখ হাসিনার সরকার। আর আজ ১৭ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হলো সেই একই ট্রাইব্যুনাল থেকে। বাংলাদেশের এই ঘটনা বিশ্বের বিচারিক ইতিহাসের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সেইম আদালত, সেইম মামলা, সেইম আইনের ধারা, শুধু আসামি পাল্টে গেছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন’।
উল্লেখ্য, জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি দেয় আওয়ামী লীগ সরকার।