Image description

রাজধানীর বাড্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, রাজধানীর সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসায় দুইটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে সেখানে ধোঁয়া উঠতে থাকে। ওই সময় উপদেষ্টা বাসায় ছিলেন বলে জানা গেছে। এছাড়াও ঢাকার বিভিন্নস্থানে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১০টার দিকে উত্তরাগামী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান। এদিকে, রোববার রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় উপদেষ্টা বাসায় ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

এদিকে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পান্থপথের সার্ক ফোয়ারার সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি।

এদিকে, রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটে। র‌বিবার রাত পৌ‌নে ১০টার দি‌কে এ ঘটনা ঘটে।

পু‌লিশ জানায়, বাংলামোটর মোড়ে অজ্ঞাত দুষ্কৃতিকারী একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তাকে এখনও শনাক্ত করা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়াও রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এছাড়াও রোববার রাত ১০টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন, রাত দশটার দিকে দুর্বৃত্তরা মহাখালীর আমতলী এলাকায় রাস্তার উপর একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পাওয়া সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়াও রাত ৮ টার দিকে পল্লবী রেলস্টেশনের কাছে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।