Image description

আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা উপজেলায় একাধিক সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় 

নিষিদ্ধ ছাত্রলীগ। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এসব স্থাপনায় তালাবদ্ধ করার ঘটনা ঘটে। রবিবার (১৬ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বিষয়টি দেখতে পান।

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং বামনা সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝোলানো হয়। তালার সঙ্গে কাগজ সেঁটে লেখা ছিল— ‘১৬–১৭ নভেম্বর সর্বাত্মক শাটডাউন সফল ও সার্থক হোক।’

রবিবার সকালে বামনা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুকে তালাবদ্ধ স্থাপনাগুলোর ছবি দিয়ে লেখেন, ‘১৬ ও ১৭ নভেম্বর সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।’

আরও একটি পোস্টে তিনি জানান, বামনা সরকারি কলেজের গেটেও তালা ঝোলানো হয়েছে।

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, ‘সকালে এসে দেখি গেটে শিকল দিয়ে তালা ঝোলানো। কাগজে শাটডাউন কর্মসূচির কথা লেখা ছিল। পরে পুলিশ এসে তালা খুলে দিলে ক্লাস শুরু হয়।’

বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা তালা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও বিদ্যালয়ে আগেও অভ্যন্তরীণ দ্বন্দ ছিল—তাই অভ্যন্তরীণ বিরোধের জেরেও কেউ তালা দিতে পারে। সবকিছুই তদন্তাধীন।’