জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার সাতটি আসনের মধ্যে ছয়টিতে প্রার্থী দিচ্ছে। ইতোমধ্যে আসনগুলোতে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রার্থী দিচ্ছে না। সেখান থেকে কেউ মনোনয়ন ফরমও নেননি।
শুক্রবার বিকালে বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি এ তথ্য দিয়েছেন।
ফরম উত্তোলনকারী প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে গোলাম রাব্বি হাসান ও রাকিবুল সানি, বগুড়া-২ (শিবগঞ্জ) জাহাঙ্গীর আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আল ওয়াসী জসীম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন রনি ও সৈকত আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ডা. মেহেরুল আলম মিশু, ইয়াসিন আলী হিমেল ও খোকন মাহমুদ এবং বগুড়া-৬ (সদর) আসনে মোহাম্মদ এনামুল হক বাবু বিশ্বাস, আবদুল্লাহ আল সানী, অ্যাডভোকেট মেহেদুল হাসান স্বপন, মুফতি আনাস খান ও এএমজেড শাহরিয়ার।
বগুড়া জেলা এনসিপি সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন কমিশন রাজনৈতিক দলের জন্য প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে। তবে এ তালিকায় নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের পছন্দের প্রতীক শাপলা ব্যবহার করতে পারছে না। তারা ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করেছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে বগুড়ার ছয়টি আসনে এনসিপির ১৪ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তারা অনেক আগে থেকেই মাঠে কাজ শুরু করেছেন।
সূত্রটি আরও জানায়, গত ১৩ নভেম্বর ছিল এনসিপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। গত ৬ নভেম্বর থেকে তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। ১৫ নভেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
বগুড়া সদর আসনের মনোনয়ন সংগ্রহকারী এনামুল হক বাবু বিশ্বাস জানান, তিনি আশা করছেন তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।
বগুড়া-২ আসনে মনোনয়ন ফরম উত্তোলনকারী জাহাঙ্গীর আলম জানান, তিনি এনসিপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার বিশ্বাস মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন।
শুক্রবার বিকালে বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বগুড়ার সাতটির মধ্যে ছয়টি আসনে মোট ১৪ জন নেতা দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
তিনি জানান, বগুড়া-৭ আসনে তার মনোনয়ন ফরম নেওয়ার কথা ছিল; কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেননি।