Image description

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমি রাজনীতি না করলেও রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না। রাজনীতি না করলেও ইসলামের স্বার্থে সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা সেই সব রাষ্ট্রের অনুসারী যারা এদেশকে খ্রিষ্টান রাষ্ট্র বানাতে চায়। তাই এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে এবং এদেশে যাতে ছহি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় সে লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর শেরে বাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, ছারছীনা দরবার শরীফের সাথে আমার সম্পর্ক সেই শৈশবকাল থেকে। এ দরবারের বর্তমান পীর সাহেব অত্যন্ত মেধাবী, ধীরস্থির শান্ত এবং খুবই বিচক্ষণ বলে আমি মনে করি। তিনি চাইলে এই কাউন্সিল অনুষ্ঠান সোহরাওয়ার্দী মাঠে আয়োজন করতে পারতেন। সোহরাওয়ার্দী মাঠ ভরে বাইরেও উপস্থিতি ছড়িয়ে যেত। তবে এই চীন মৈত্রী সম্মেলনে আজ যে আয়োজন করেছেন এটা খুবই চমৎকার হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন সবাই জ্ঞানিগুনী আলেম। এই ছারছীনা দরবার শুরু থেকেই এদেশে সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে তাদের অনেক অবদান রয়েছে।

 

ইনকিলাব সম্পাদক বলেন, বর্তমান দুনিয়া প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। এ সময় সোশ্যাল মিডিয়াকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বুলেট বোমা আপনাকে আঘাত হানার আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতির বোমা আপনাকে আঘাত করছে। তাই এটিকে মোকাবিলা করতে হলে আপনাকেও এ মাধ্যমে সক্রিয় হতে হবে। আপনার আদর্শ উদ্দেশ্য-এর মাধ্যমে পৌঁছাতে হবে। অন্যরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়, আপনাকে এর মোকাবিলা করে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে ছড়িয়ে দিতে হবে।

 

জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি বলেন, আজকে প্রাকৃতিক সম্পদে ভরপুর নাইজেরিয়া, মালে এসব দেশে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আমেরিকা ফায়দা নিচ্ছে। বাংলাদেশেও আমেরিকার ইন্দনে ইসলামী নামধারী সংগঠন কাজ করছে। অটোমান সাম্রাজ্যের এক সময় বিকাশ হয়েছিল, এরপর তার পতন হয়েছে মুসলামনদের মধ্যে বিভাজনের কারণে। বাংলাদেশেও এখন বিভাজন তৈরির ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কাদের সাথে থাকতে হবে, কাদের সমর্থন করতে হবে এসব বিষয়ে অবশ্যই চিন্তা-ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

 

তিনি বলেন, ছারছীনা দরবার শরীফ ছহি ইসলামী ধারায় সমাজ বিনির্মাণে কাজ করছে। তাদের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশও সঠিক পথে অগ্রসর হবে। আপনার পরামর্শ ও দিকনির্দেশনায় আমরা চলবো। সামনের যে কোনো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।