ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না।”
শুক্রবার (৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক-১৮–এর এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রাজনাথ সিং বলেন, “ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।”
ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য ও ‘বিকৃত মানচিত্র বিতর্ক’ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান যেন ভাবনা চিন্তা করে মন্তব্য করেন।”
সাক্ষাৎকারে সাংবাদিক রাহুল জোশি উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে যে, ড. ইউনূস পাকিস্তানের এক জেনারেলকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্র সংবলিত একটি পতাকা উপহার দিয়েছেন।
এর জবাবে রাজনাথ সিং বলেন, “এই ধরনের বিষয় সংবেদনশীল। তাই দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের মন্তব্য করার আগে বিষয়টি গভীরভাবে বিবেচনা করা উচিত।”
তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ প্রতিবেদনকে “সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত” বলে নাকচ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ড. ইউনূস বিকৃত মানচিত্র নয়, একটি গ্রাফিতির বই উপহার দিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, আর অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।