বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবহিত করা হয়। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা প্রকাশ্যে বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। এতে গাত্রদাহ হয় জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর।
এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা সভাপতির নির্দেশে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা আমার দেশকে বলেন, আমাকে অব্যাহতি দেয়ার চিঠি পেয়েছি। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে আমি ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের পক্ষে কাজ করছি। অব্যাহতি পাওয়ায় এখন আমার কাজের পরিসর আরো বেড়ে গেল, কোনো বাধা রইল না।