সিরাজগঞ্জে কারাবন্দি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৭০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন।
সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়মানুযায়ী মৃতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, তিনি চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যাসহ চারটি মামলায় আদালতের নির্দেশে কারাগারে ছিলেন।